মধুপুরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৪ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে মেহেদী হাসান (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি ময়মনসিংহের কেশরগঞ্জের মেরাজ উদ্দিনের ছেলে। মেহেদী মধুপুর উপজেলার আকাশী গ্রামে নানা গুন্দু শেখের বাড়িতে থেকে ফুলবাড়ি মাদরাসায় চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করতো।

এলাকাবাসী জানায়, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় মাদরাসা থেকে ফিরে মেহেদী বাড়ির পাশে খোলা মাঠে রাখা নানার বাড়ির জ্বালানি জিনিসপত্র তুলতে যায়।

বজ্রপাতে মারাত্মক আহত মেহেদীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এক নজর দেখতে ওই বাড়িতে শত শত লোক ভিড় করছেন। মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে শিশু মেহেদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।