টাঙ্গাইলে চোর চক্রের ৩ নারী আটক


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৫ মার্চ ২০১৭

টাঙ্গাইলে ডায়াবেটিস হাসপাতাল থেকে চোর চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ৩ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন, কুলসুম বেগম (৪০), আয়েশা (৩০) ও পারভীন (২০)।

জানা যায়, গত ১ মার্চ বুধবার পৌর এলাকার বেপারিপাড়ার জাহানারা বেগম ডায়াবেটিস পরীক্ষার জন্য হাসপাতালে গেলে চোর চক্রের ওই ৩ নারী জাহানারা বেগমের স্বর্ণের চেন চুরি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে সিসি টিভির ফুটেজ দেখে চোরদের চিহ্নিত করা হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন নাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। চুরির মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।