দুর্ঘটনায় হারিয়ে গেল হাসপাতালের স্বপ্ন


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১১ এপ্রিল ২০১৫

ডা. নুরুজ্জামান খোকন স্বপ্ন দেখেছিলেন, পৈতৃক ভাবে পাওয়া জমিতে গড়ে তুলেবেন আধুনিক হাসপাতাল। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা পাবে প্রান্তিক জনপদের মানুষ। কিন্তু, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় স্বপ্নীল এই মানুষটি। সঙ্গে প্রাণ হারিয়েছেন তার বড় বোন ফেরদৌসি রহমান (৫০)। আহত হয়েছে বোন জামাতা, শিশু নাতি ও চালক।

নিহত ডা. নুরুজ্জামান খোকন নরসিংদী সদর উপজেলার শান্তিভাওলা গ্রামের মৃত ডা. আহমদ আলীর ছেলে। তিনি টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

নিহতদের পরিবারের লোকজন সূত্রে জানা যায়, ডা. নুরুজ্জামান খোকন প্রতি শুক্রবার টাঙ্গাইল থেকে নরসিংদীতে এসে দুই বেসরকারি হাসপাতালে রোগী দেখতেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে রোগী দেখা শেষে মাধবদীতে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যান। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে বড় বোন ফেরদৌসি রহমান, বোন জামাতা শামসুর রহমান ও ৫ বছরের শিশু নাতি মাহি রহমানকে নিয়ে ঢাকার স্বামীবাগের নিজের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের ছনপাড়া এলাকায় মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ডা. নুরুজ্জামান খোকনের মৃত্যু হয়। আহত অবস্থায় বাকীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় বোন ফেরদৌসি রহমানকে মৃত ঘোষণা কর।

ডা. নুরুজ্জামান খোকন ও তার বোনের মৃত্যুর খবর শুনে সকাল থেকেই গ্রামের লোকজন তার বাড়িতে ছুটে যায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুলসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও চিকিৎসক নেতারা নিহতের বাড়িতে গিয়ে শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিহতের ভাতিজা শাহরুখ ইশতিয়াক খাঁন শাকিব বলেন, ওনি এলাকার মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হাসপাতাল তৈরির জন্য বাড়ির সামনের নীচু জমিটির মাটি ভরাট করেছিল। কিন্তু স্বপ্নের হাসপাতাল করার আগেই ঘাতক বাস চাচার জীবন কেড়ে নিল।
 
এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।