টাঙ্গাইলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ১০:৪০ এএম, ১১ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজিদুর রহমান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাজিদুর রহমান মন্ডল গ্রুপের একটি নিটিং ফ্যাক্টরির শ্রমিক ও টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নিহত মাজিদুর ও তারা চাচাতো ভাই আব্দুল্লাহ মোটরসাইকেলযোগে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমায় বেড়াতে আসে।

দুপুরে ঘটনাস্থল কাজীপুর মহিলা মাদরাসা এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে ভাল্লুককান্দি সড়কের একটি গতিরোধকে বাধাগ্রস্ত হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মাজিদুর ঘটনাস্থলের সড়কে পড়ে নিহত ও আব্দুল্লাহ আহত হয়।  

স্থানীয়রা নিহত মাজিদুর ও আহত আব্দুল্লাহকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের জন্য নিহত মাজিদুরের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।