রগ কাটা অবস্থায় অটোরিকশা চালক উদ্ধার


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাপ্পি সুমন (৩২) নামে এক অটোরিকশা চালকের দুই পায়ের রগ কেটে নর্দমায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে অসুস্থ অবস্থায় রাজশাহী (রামেক) মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার দুপুরে তার অস্ত্রোপাচার শেষে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বাপ্পি সুমনের বাবার নাম মৃত এনামুল হক। তিনি মায়ের সঙ্গে রাজশাহী মহানগরের সাধুর মোড় এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। তবে তার স্ত্রী-সন্তান বোসপাড়া এলাকায় আলাদা বাড়িতে থাকেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জাগো নিউজকে জানান, বাপ্পি সুমনের শরীরে জরুরীভিত্তিতে অস্ত্রোপাচার করা হয়েছে। দুই পায়ের রগ কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, বাপ্পির মা শুকরিমা বেগম জানান, রোববার দুপুরে বাপ্পি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর ফেরেনি। সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে অচেতন অবস্থায় দেখি ছেলেকে।

রাজশাহীর পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে জানান, এ নিয়ে এখনো কোনো তথ্য পুলিশের কাছে নেই। ধারণা করা হচ্ছে, পুর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া আহত ওই অটোরিকশা চালকের জ্ঞান এখনো না ফেরায় এ বিষয়ে কিছুই জানা যাচ্ছে না। ব্যাপারটি নিয়ে থানায় মামলা দায়ের করা হবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।