নবীনগরে আ.লীগ নেতার ছেলেকে গণপিটুনি


প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৩ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতারণার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার ছেলেসহ দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার বাড্ডা বাজারে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার তুহিন বাবু (১৮) উপজেলার শ্রীঘর গ্রামের শাহ্জাহান সিরাজীর ছেলে এবং রাজিব মিয়া (১৮) একই গ্রামের রাজন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিগত শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ্জাহান সিরাজীর ছেলে তুহিন বাবু ও তার বন্ধু রাজিব মিয়া বাড্ডা বাজারের মোবারক হোসেনের ‘আশ্রাফ আলী টেলিকম’ থেকে দুপুরে ভুয়া ম্যাসেজ পাঠিয়ে প্রতারণা করে ৫ হাজার ১০০ টাকা উত্তোলন করার চেষ্টা করে। এসময় দোকান মালিকের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে বিকাশ একাউন্ট চেক করে টাকা না আসার কথা জানালে বাবু ও রাজিব দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।