পুকুরে ডুবে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৫

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী আহসান আজাদ (২০) পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসের পুকুরের মধ্যখান থেকে সাতার কেটে ফুটবল আনতে গিয়ে মাঝ পুকুরে ডুবে মারা যান তিনি। আজাদ ফেনী জেলার সদর উপজেলার মটবী গ্রামের আবুল কালামের একমাত্র ছেলে।

মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. বাপ্পা রতন জাগো নিউজকে জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে কলেজ মাঠে আজাদ সহপাঠীদের নিয়ে ফুটবল খেলছিলেন। খেলার এক পর্যায়ে বলটি পুকুরের মাঝখানে গিয়ে পড়ে। এ সময় আহসান আজাদ সাঁতার কেটে বল আনতে গেলে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

অতিরিক্ত ক্লান্তির কারণে আহসান পানিতে ডুবে যেতে পারেন বলেও জানান উপাধ্যক্ষ ডা. বাপ্পা রতন। পরে স্থানীয়দের সহায়তায় মাছ ধরা জাল দিয়ে তার মরদেহ পানি থেকে তুলে ময়না তদন্তের জন্য নোয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহসানের মৃত্যুতে তার সহপাঠী এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এমজেড/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।