অজ্ঞান পার্টির কবলে পড়ে সংজ্ঞাহীন চালক


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৫ মার্চ ২০১৭

সাতক্ষীরা সদরে থানা থেকে একশ গজ দূরে অজ্ঞান পার্টির কবলে পড়ে ইজিবাইক চালক রাজীব সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন।

বুধবার বিকেলে শহরের আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে অচেতন অবস্থায় রয়েছে ইজিবাইক চালক। রাজীব হোসেন সদর থানার কুশখালী গ্রামের মৃত. আয়ুব আলীর ছেলে।

রাজীবের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন রাজীব। অচেতন অবস্থায় পড়ে আছে এমন সংবাদ পেয়ে ছুটে আসার পর তার কাছে কিছুই পাওয়া যায়নি। ইজিবাইক, টাকা, মোবাইল কোন কিছুই নেই।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, এমন বিষয়টি কেউ জানায়নি। জানালে দোষীদের খুঁজে ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।