সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান


প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৬ মার্চ ২০১৭

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা চৌধুরীপাড়া এলাকার ‘ছায়ানীড়’ নামের একটি দোতলা বাড়িতে অভিযান শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে যাওয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াত টিম অভিযান শুরু করে। বিশেষ এ দলের সঙ্গে অভিযানে অংশ নিচ্ছে চট্টগ্রামের সোয়াত, র‌্যাব ও পুলিশ সদস্যরা।

অভিযানকালে সোয়াতের দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জানা যায়, অভিযান শুরুর পরপরই বাড়ির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়। সকাল সাড়ে ৬টার দিকে সেখানে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছায়। এর কয়েক মিনিট পরই সোয়াত দলের আহত এক সদস্যকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা যায়।

সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, ভবনে আটকা পড়া বাসিন্দাদের বের করার জন্য ভবনের পেছনের একটি জানালার গ্রিল কাটা শুরু করেছেন তারা।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, অভিযান চলাকালে আহত হন সোয়াতের দুজন সদস্য। তাদের প্রথমে ওই হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাড়ির মালিক সুভাষ দাসের জানান, গত ২৮ ফেব্রুয়ারি স্ত্রী ও দুই শ্যালককে নিয়ে বাড়ি ভাড়া করতে আসেন জসিম। ৪ মার্চ তারা একটি ফ্ল্যাটে ওঠেন। তবে ভাড়া নেয়ার পর থেকে বাড়ির দরজা-জানালা সব সময় বন্ধ রাখতেন জসিম। ভাড়া দেয়ার সময় জসিমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেন তিনি।

গত মঙ্গলবার রাতে জসিমের বাসায় ঢোকেন তিনি। দেখতে পান সেখানে প্রচুর তার, সার্কিট। এসব দিয়ে কী করা হয় জানতে চাইলে জসিম উত্তর দেন, তারা সার্কিট ও লাইট বানানোর কাজ করেন। সেখান থেকে একটি সার্কিট নিয়ে আসেন তিনি। তার পরিচিত এক বিদ্যুৎমিস্ত্রিকে সার্কিটটি দেখান। মিস্ত্রি তাকে বলেন, এটা টাইমার। এতে তার সন্দেহ আরও বাড়ে।

সুভাষের ভাষ্য, গতকাল সকালে জসিমের জাতীয় পরিচয়পত্র যাচাই করে জানতে পারেন, এটি ভুয়া। এরপর তাদের বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। এ সময় ধ্বস্তাধস্তি হয়। পরে তিনি পুলিশকে খবর দেন।

অভিযানের বিষয়ে পুলিশের দাবি, বাসায় প্রবেশের চেষ্টা করার সময় তাদের বাধা দেন জসিম ও আর্জিনা। এক পর্যায়ে পুলিশ জোর করে বাসায় প্রবেশ করলে আর্জিনা তার কোমরে হাত দিতে যান। সেটা দেখে বাড়িওয়ালা ও তার স্ত্রী ওই নারীর দুই হাত ধরে ফেলেন। পরে পুলিশ জসিম ও আর্জিনার কোমর থেকে সুইসাইড ভেস্ট উদ্ধার করে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।