চিকিৎসকের অপসারণ চেয়ে সেবিকাদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (গাইনি) ডা. ফৌজিয়া আক্তার এক সেবিকাকে থাপ্পড় মারায় তার অপসারণ চেয়ে বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের সেবিকারা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন কয়েকশ সেবিকা। বিক্ষোভের কারণে একঘণ্টা সদর হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানসহ সব ধরনের কর্মকাণ্ড ব্যাহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের উপ-তত্ত্বাবধায়ক কোহিনুর বেগম সাংবাদিকদের জানান, সকালে তুচ্ছ ঘটনায় জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (গাইনি) ডা. ফৌজিয়া আক্তার নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিনা আক্তারকে থাপ্পড় মারেন। এ ঘটনায় বিক্ষুব্ধ সেবিকারা ডা. ফৌজিয়া আক্তারের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, উভয় পক্ষকের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর