নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে কলেজ ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ব্যবসায় ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রুয়েনা আক্তার (১৮) ও সিএনজি চালক মনির হোসেন (২০)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি যাত্রী ফাতেমা অাক্তার, রিপন মিয়া, রিফানা আক্তার ও অজ্ঞাত আরও একজন। এদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। সবার বাড়ি মনোহরদী উপজেলায়।
পুলিশ জানায়, তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা নরসিংদীগামী সিএনজির সাথে সংঘর্ষ বাধে। পরে অাশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর রুয়েনা আক্তার (১৮) ও সিএনজি চালক মনির হোসেনকে (২০) মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতাউর রহমান জানায়, দুইটি গাড়িই দ্রুতগতিতে আসছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবাহী বাসটি ওভারটেক করার সময় সংঘর্ষ বেধে হতাহতের ঘটনা ঘটে।
এসএস/এমএএস/আরআই