বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু


প্রকাশিত: ১১:০৫ এএম, ১৭ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল ওই গ্রামের মনির হোসেনের ছেলে।

উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য জাফর উল্যা বলেন, ঘটনার সময় বাড়িতে ঝোপের বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত রুবেল বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  পরিবারের অনুরোধে মানবিক কারণে মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।