ব্রাহ্মণবাড়িয়া পুলিশের ওয়েবসাইট হালনাগাদ নেই


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৭ মার্চ ২০১৭

পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও আধুনিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের খোলা অফিসিয়াল ওয়েবসাইটিতে (www.brahmanbaria.police.gov.bd) প্রয়োজনীয় তথ্যের হালনাগাদ করা হচ্ছে না।

ওয়েবসাইটে থাকা সার্বিক তত্ত্বাবধায়কের জায়গায় এখনও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন কুমার দাসের নাম রয়েছে। যদিও রাজন কুমার দাস কয়েক মাস আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বদলি হয়ে বর্তমানে চাঁদপুরের মতলব সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। এছাড়া ওয়েবসাইটির কয়েকটি লিংকে এখনো প্রয়োজনীয় কিছু তথ্য হালনাগাদ না করায় বিভ্রান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর অনেকটা ঘটা করেই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের (www.brahmanbaria.police.gov.bd) উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহা. শফিকুল ইসলাম।

Website
জেলার নাগরিকদের পুলিশের যাবতীয় সকল তথ্য ও আইনি পরামর্শসহ তাদের সব অভিযোগ বা যে কোনো ধরনের সমস্যার কথা জানাতে পুলিশের এ ওয়েবসাইট খোলা হয়।

ওয়েবসাইটটি উদ্বোধনের পর কিছুদিন নিয়মিত তথ্য হালনাগাদ হয় ওয়েবসাইটিতে। বর্তমানে শুধুমাত্র জেলা পুলিশ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানের হালনাগাদকৃত ছবি ও ভিডিও পাওয়া যাচ্ছে ওয়েবসাইটটিতে। এছাড়া ‘প্রেস রিলিজ’ লিংকটিতেও হালনাগাদকৃত কোনো তথ্য নেই।

জেলা পুলিশের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইটিতে ‘জেলা পুলিশ প্রশাসন’ লিংকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেলোয়ার হোসেনের নাম নেই। যদিও দেলোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় যোগাদন করেছেন মাস দুয়েক আগে। এছাড়া ওয়েবসাইটটির সার্বিক তত্ত্বাবধানে এখনো সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) হিসেবে রাজন কুমার দাসের নাম রয়েছে। তবে রাজন কুমার দাস বর্তমানে চাঁদপুরের মতলব সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন।

Website
ব্রাহ্মণবাড়িয়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন আবু সাঈদ। তবে ওয়েবসাইটে ‘জেলা পুলিশ প্রশাসন’ লিংকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) হিসেবে আবু সাঈদের নামই রয়েছে।

অন্যদিকে, সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির ইনচার্জ হিসেবে ওয়েবসাইটে থাকা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম বর্তমানে নবীনগর থানায় কর্মরত রয়েছেন। ওয়েবসাইটে থাকা ২নং ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা কয়েক মাস আগে সদর মডেল থানার দ্বিতীয় কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন।

সম্প্রতি ১নং ফাঁড়িটি বদলে গিয়ে ২নং ফাঁড়ি এবং ২নং ফাঁড়িটিকে ১নং ফাঁড়ি করা হয়েছে। বর্তমানে ১নং ফাঁড়ির দায়িত্বে রয়েছেন পুলিশ পরিদর্শক মহিউদ্দিন এবং ২নং ফাঁড়ি রয়েছে পুলিশ পরিদর্শক মৃণাল কান্তি দায়িত্বে। এছাড়া আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে পুলিশ পরিদর্শক মো. জিয়াউল হককে।

তবে জেলা পুলিশের ওয়েবসাইটে এখনো ধরখার ফাঁড়ির ইনচার্জ হিসেবে উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেমই রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি আমি ‘চেক’ করে দেখছি।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।