পরিবারে শান্তির জন্য স্টার জলসা-জি বাংলা বন্ধ করতে হবে
তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। তা না হলে দেশ একদিন মুখ থুবড়ে পড়বে। পারিবারিক মূল্যবোধ সমাজ এবং পরিবারে শান্তি প্রতিষ্ঠায় স্টার জলসা ও জি বাংলা ঘরে ঘরে বন্ধ করতে হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে মাদক ও জঙ্গিবাদবিরেধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম মনির-উজ-জামান।
তিনি বলেন, জঙ্গিরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। জঙ্গিরা সবাই মাদকাসক্ত। সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। কোনো মাদকসেবী ও বিক্রেতাদের ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, জঙ্গি ও মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই। এ জন্য সমাজ থেকে মাদক নির্মূলে সব মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। রক্তের বন্যায় ভেসে একটু একটু করে অর্জিত আজকের এই বাংলাদেশে কোনো জঙ্গির ঠাঁই নেই।
মাদক ও জঙ্গিবাদের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার স্লোগানে কলারোয়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলতাফ হোসেন।
সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, মেরিনা আক্তার, সার্কেল এসপি আতিকুর রহমান, হাফিজুর রহমান, হুমায়ুন, শামীম আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, কলারোয়া থানা পুলিশের ওসি এমদাদুল হক শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লালটু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় পুলিশ সুপার আলতাফ হোসেন মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের সুযোগ দেয়া হবে। আর যারা এরপরও মাদক সেবন ও ব্যবসা করতে চান তাদের কঠোর হস্তে দমন করা হবে।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি