ফুলবাড়ীতে বিজিবি-বিএসএফ ভলিবল প্রতিযোগিতা


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৮ মার্চ ২০১৭

দিনাজপুরের ফুলবাড়ীতে জলপাইতলী বিওপি ক্যাম্প এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় এ খেলা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করার লক্ষে এই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন ও ভারতের ২৮ বিএসএফ ব্যাটালিয়ন। ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন পিবিজিএমএস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যাট কেকে মজুমদার, টুআইসি এইচ এস ইয়াদব এবং স্টাফ অফিসার রমেশ সিং, বাংলাদেশ ২০ বডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. ইমতিয়াজ চৌধুরী, ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন লে. কর্নেল মো. মাহাবুব মোর্শেদ, জিএসওটু বিজিবি দিনাজপুর মেজর এ এস এম রবিউল হাসান, ২৯ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন, ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী।

প্রীতি ভলিবল প্রতিযোগিতায় ২-১ গেমে বিজয় অর্জন করেন ২৮ বিএসএফ ব্যাটালিয়ন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।
২৯ বিজিবির পক্ষে প্রতিযোগিতায় অংশ নেন, সিপাহী মো. সাদ্দাম হোসেন, তরিকুল ইসলাম, বুলবুল আহম্মেদ, শোয়াইব হোসেন, শাহিনুল হক, মাহাফুজুল হাসান, শ্রী রাজীব সমদ্দার, রিয়াজুল মাহমুদ সোহাগ, জাহিদ হাসান ও লেন্সনায়ক শেখ কবির হোসাইন।

বিএসএফের পক্ষে প্রতিযোগিতায় অংশ নেন, জিটি অরুন কুমার, হারকেশ, নর্দিপ সিং, সম্ভু, নিপীন দাস, হিমান্ড কুমার, সনু কুমার, ভীনেদ কুমার। খেলাটি পরিচালনা করেন, ২৯ বিজিবির জেসিও সাহেব আলী।

সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন, মঞ্জুরুল ইসলাম, লেন্স নায়ক ফজলু হক ও সিপাহী সাকিবুর রহমান। প্রীতি ভলিবল প্রতিযোগিতা উভয় দেশের সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।