সাতক্ষীরার রাজাকার বাকির জামিন


প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৯ মার্চ ২০১৭

মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার সাতক্ষীরার রাজাকার আবদুল্লাহেল বাকিকে (১০৩) জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির করা হয়। পরে আদালত শারীরিক অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেন। এরপর তাকে তার আইনজীবী আব্দুর রউফের জিম্মায় দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রাজিয়া সুলতানা চমন জানান, পরবর্তী ধার্য দিন সোমবার আইনজীবী আব্দুর রউফ আবারও তাকে সশরীরে আদালতে হাজির করবেন। শারীরিক অবস্থা বিবেচনায় তার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

গত শুক্রবার দুপুর থেকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটী গ্রামে নিজ বাড়িতে পুলিশি নজরদারিতে রাখা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ৮ মার্চ সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।