লক্ষ্মীপুরে দুই মামলায় ৫ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:৩১ এএম, ২০ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চার আসামি ও পৃথক একটি ধর্ষণ মামলায় আরও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী পৃথক দুই মামলার রায় দেন। লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামে শ্বশুর বাড়ির বাগানে মো. রাব্বিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন নিহতের বাবা নুরুল আমিন পাটোয়ারী বাদী হয়ে রাব্বির স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। গত ২৫ নভেম্বর পুলিশ ওই মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের প্রত্যেককে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন শ্বশুর জয়নাল আবদিন, শাশুড়ি জোসনা আক্তার, স্ত্রী রেজিয়া বেগম ও তাদের স্বজন মো. আলম। দণ্ডপ্রাপ্ত সবাই রায়পুর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।

এদিকে সদর উপজেলার পূর্ব বাঙ্গাখা ইউনিয়নে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের দায়ে টুটুল চন্দ্র দাস নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ এপ্রিল সকালে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের প্রতিবন্ধী যুবতিকে পুকুর পাড়ে একা পেয়ে ধর্ষণ করে টুটুল।

এ ঘটনার পরে একই দিন বিকেলে ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় টুটুল দাসের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।