শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন


প্রকাশিত: ০৯:০৪ এএম, ২১ মার্চ ২০১৭

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত সাহার ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষকের উপর হামলাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে ঘোষণা দিয়েছে কলেজের শিক্ষার্থীরা।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে শিক্ষক সুব্রত সাহা কলেজ থেকে বাসায় ফেরার পথে বহিরাগত জুয়েল মিয়া দুখুসহ (২৫) তার সহযোগীরা অতর্কিত হামলা চালায় তার ওপর। সহকর্মীরা আহত শিক্ষককে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় ওই শিক্ষক ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাতেই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষক সুব্রত সাহা লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর। আর হামলাকারী মামলার প্রধান আসামি দুখু সদর উপজেলার লাহারকান্দি গ্রামের আজাদ খন্দকারের ছেলে। অন্য আসামিরা হলেন, বাঞ্চানগর গ্রামের নাজমুল ইসলাম তারেক, আবির নগরের শাহ আলম হেলালের ছেলে শাহ মোহাম্মদ রাফি ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরমান হোসেন মঞ্জু।

Lakshmipur

এদিকে শিক্ষকের ওপর হামলার পর থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। পরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করে। পরে অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকরা জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রশাসনের কর্মকর্তারা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

প্রতিবাদ কর্মসূচিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন, শিক্ষক নোমান আলী (সোহেল), নাসির উদ্দিন, আবুল বশর ও তাপস চন্দ্রপালসহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেয়।

শিক্ষক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কলেজে পরীক্ষা চলাকালে সহযোগীদের নিয়ে জুয়েল মিয়া দুখু নামের এক বহিরাগত যুবক ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় তাকে বাধা দিলে সুব্রত সাহাকে মারধরের হুমকি দিয়ে সে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়।

পরীক্ষা শেষে বিকেলে কলেজ থেকে অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে কমার্স কলেজ এলাকায় দুখু ও তার কয়েক সহযোগী গতিরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই শিক্ষককে মারধর করে আহত করা হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে। তবে গ্রেফতার করা আসামির নাম জানায়নি পুলিশ।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।