ঘোড়াঘাটে দেয়ালচাপায় দুইজনের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে মাটির দেয়ালচাপায় মো. কাফী (৫৫) এবং মো. দেলজার (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কাফী উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং দেলজার একই এলাকার নারায়নপুর গ্রামের আনসার আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম জানান, সকালে উপজেলার সিংড়ার নুরপুর গ্রামের কাফী একই এলাকার শ্রমিক দেলজারকে নিয়ে বাড়ির মাটির দেয়াল মেরামতের জন্য কাজ শুরু করে। এক পর্যায়ে দুপুরে মাটির দেয়ালটি তাদের ওপর ভেঙে পড়ে। এতে তারা দুইজন গুরুতর আহত হন। এরপর পরিবার এবং এলাকাবাসী মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর