লক্ষ্মীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২২ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত সাহার ওপর বহিরাগত বখাটেদের হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রলীগ।

বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে মঙ্গলবারও একই দাবিতে প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।

ছাত্রলীগের মানববন্ধনে বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক কামরান হাসান কাউছার, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজিব ও উজ্জল ইমতিজা শিশির প্রমুখ। এ সময় বক্তারা, শিক্ষকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সোমবার (২০ মার্চ) পরীক্ষা চলাকালে বহিরাগত জুয়েল মিয়া দুখু কয়েক সহযোগীকে নিয়ে ক্যাম্পাসে ডুকে।

এ সময় কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর সুব্রত সাহা তাদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে শিক্ষককে হুমকি দিয়ে বের হয়ে যায়। পরে ওই শিক্ষক বাসায় ফেরার পথে তারা অতর্কিত হামলা চালিয়ে আহত করে।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।