খানসামায় পুড়েছে ২৪ পরিবারের ৬৭টি ঘর


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৩ মার্চ ২০১৭

দিনাজপুরের খানসামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৪টি পরিবারের ৬৭টিরও বেশি ঘর। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্নখুলী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা শাহ্ জানান, মৃত আলী হোসেনের স্ত্রী ফরিদা খাতুনের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। এতে ২৪টি পরিবারের ৬৭টির বেশি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদ পেয়ে নীলফামারী জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইয়াছিন আলী নামে একজনের নগদ ১৩ হাজার টাকা পুড়ে গেছে বলে তিনি জানান।

খানসামার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি  জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২টি করে কম্বল, ৩০ কেজি চাল, ১ বান করে ঢেউটিন ও ৩ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।