স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ চিকিৎসকের বেতন বন্ধের নির্দেশ
কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ চিকিৎসকের বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। শনিবার দুপুরে আকস্মিকভাবে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল। একই সঙ্গে তিনি ওই চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশও দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ ৯ জন চিকিৎসককে অনুপস্থিত পেয়ে এই আদেশ জারি করেন তিনি।
অভিযুক্ত চিকিৎসকরা হলেন, মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আখতারুজ্জামান, মেডিকেল অফিসার দেবাশীষ বিশ্বাস, মেডিকেল অফিসার মিজানুর রহমান, মেডিকেল অফিসার মাসুদ রানা, মেডিকেল অফিসার বাপ্পি কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার ওয়াসেক ফয়সাল, সহকারি সার্জন সিনাই ইসিকা, সহকারি ডেন্টাল সার্জন তৌহিদুর রহমান ও মেডিকেল অফিসার জেসমিন নাহার।
নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশকিছু দিন ধরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অনুপস্থিত থেকে দায়িত্ব অবহেলা করে আসছিলেন। ইতোপূর্বে তাদের স্থানীয় কর্তৃপক্ষ তাদের বার বার নোটিশ দিলেও তারা তা আমলে না নিয়ে অনুপস্থিত থাকেন। বিগত বেশ কিছু দিন ধরে কয়েকবার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে তাদের কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে।
এই ধারাবাহিকতায় শনিবার আকস্মিকভাবে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে আবারও তাদের অনুপস্থিত পাওয়া যায়। ফলে অনুপস্থিত চিকিৎসকদের বেতন বন্ধ করার নির্দেশ প্রদান করেন তিনি ।
সিভিল সার্জন আরও বলেছেন যে সকল চিকিৎসকের বেতন বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে তাদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের উপস্থিতি ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে অভিযান শুরু করা হয়েছে। জেলার বিভিন্ন সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমজেড/আরআই