দিনাজপুরে মহিলা আ.লীগের নতুন কমিটি


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৩ মার্চ ২০১৭

গত ২৮ ফেব্রুয়ারি অনুমোদন দেয়া দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি বাতিল করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুলকে সভাপতি ও তারিকুন বেগম লাবুনকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ মহিলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বৃহস্পতিবার এ কমিটি অনুমোদন দেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের বৃহত্তর স্বার্থে দিনাজপুর জেলা শাখার পূর্বতন পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে অবহিত করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি জিনাত আরা চৌধুরীকে (মিলি চৌধুরী) সভাপতি ও শিরিন ইসলামকে সাধারণ সম্পাদক করে  বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আশরাফুন নেছা মোশারফ ও ভারপ্রাপ্ত সম্পাদক পিনু খান দিনাজপুর মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি দিনাজপুর নাট্য সমিতি হলে মহিলা আওয়ামী লীগের কাউন্সিল বিরোধীদর তোপের মুখে পড়ে কমিটি গঠন ছাড়াই কাউন্সিল অধিবেশন শেষ হয়।

সেদিন মহিলা আওয়ামী লীগের কাউন্সিলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীর উপস্থিতিতে কাউন্সিলবিরোধী একটি দল ভেতরে প্রবেশ করে ব্যানার ছিঁড়ে ফেলে ও সভামঞ্চ তছনছ করে। পরে মূল দরজা বন্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে  কাউন্সিল শেষ করা হয়।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।