চিরিরবন্দরে জেএমবি সদস্য সন্দেহে আটক ২


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৪ মার্চ ২০১৭

দিনাজপুরের চিরিরবন্দরে ১০টি ককটেলসহ জেএমবি সদস্য সন্দেহে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার নশরতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চিরিরবন্দর উপজেলার নসরতপুর গ্রামের আবু হানিফের ছেলে মো. মানিক (৩৫) ও একই গ্রামের আজিজারের ছেলে মো. জাকির (৩৭)।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় নশরতপুর গ্রামে শুক্রবার ভোরে অভিযান ১০টি ককটেল, জেহাদি বই ও ধারালো ছোরাসহ তাদের আটক করা হয়। আটকরা বড়ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা জেএমবির সদস্য বলে প্রামথিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।