স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৬ মার্চ ২০১৭

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকাল সাড়ে ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বাবু সিংয়ের কাছে ৬ প্যাকেট মিষ্টি উপহার দেন। পরে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।

বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ হোসেনের পক্ষ থেকে ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বালবাং সিংয়ের কাছে মিষ্টিগুলি উপহার দেন।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।