বগুড়ায় ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৯ মার্চ ২০১৭

বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আব্দুল্লাহ আল-হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে থানা কম্পাউন্ডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আব্দুল্লাহ আল-হাসান অফিসে আসেন। পরে তিনি বাসায় যান। এরপর তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি আব্দুল্লাহ আল-হাসানকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ আল-হাসানের গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কদমতলা গ্রামে। তার বাবার নাম হযরত আলী।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তিনি বগুড়ার গাবতলী মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি পাবনা সদর থানায় কর্মরত ছিলেন।

বর্তমানে তার মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।