নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২১ এপ্রিল ২০১৫

নোয়াখালীর সুবর্ণচরে গণপিটুনিতে আবদুল কাদের ওরফে মাস্টার (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার চরহাসানের চাইয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত আবদুল কাদের চরহাসান গ্রামের গোলাম মাওলার ছেলে।

চরজাব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবির জানান, ডাকাত কাদের পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগতি উপজেলার সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। এলাকায় না থাকলেও সে সংঘবদ্ধ ডাকাত দলের সঙ্গে বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়ান। মঙ্গলবার তাকে এলাকায় পেয়ে বিক্ষুদ্ধ জনতা গণধোলাই দিলে এক পর্যায়ে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।