টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ০৯:০৭ এএম, ৩১ মার্চ ২০১৭

স্বাভাবিক হয়ে উঠেছে টাঙ্গাইলের অঘোষিত পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল থেকেই চালক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় জেলার সকল সড়কে স্বাভাবিত হতে থাকে পরিবহন চলাচল। এর ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। স্বাভাবিক হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

এর আগে আকস্মিক এ জেলার বাসচালক ও শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে এই ধর্মঘট।

জানা যায়, সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়া মন্ত্রীসভায় অনুমোদন হওয়াসহ আইনের অস্পষ্টতা থাকার অভিযোগে আকস্মিক টাঙ্গাইলের পরিবহন চালক ও শ্রমিকরা যান চালানো বন্ধ রেখে ধর্মঘট শুরু করে।

এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে জেলার আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে প্রতিটি সড়কের যানচলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তির মুখে পড়ে সাধারণ যাত্রীরা।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কোনো পরিবহন ধর্মঘট ছিলনা, আর এর সঙ্গে শ্রমিক ইউনিয়নেরও কোনো সমর্থন ছিল না। তবে জেলার পরিবহন চালক ও শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ করে নিজেরাই এ ধর্মঘট করে।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।