প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে প্রেমিকার মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ট্রেনের ধাক্কায় হনুফা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুরে রেল স্টেশনের অদূরে বাওয়ার কুমারজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ মাসুদ সিকদার (২৩) নামে ওই প্রেমিককে আটক করেছে। তার বাড়ি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে মির্জাপুর বাইপাস স্টেশনে দেখা করেন দুজন। এসময় রেল লাইন ধরে হাঁটতে থাকেন তারা। কিছুদূর যাওয়ার পর ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান হনুফা।
এসময় উপস্থিত এলাকাবাসী মাসুদকে ধরে গণধোলাই শেষে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস জানান, নিহতের মরদেহ রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা জানান, মাসুদকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এস এম এরশাদ/এফএ/এমএস