বাবা-মায়ের কবরের পাশেই শায়িত হলেন সাযযাদ কাদির


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৭

বাবা-মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক সাযযাদ কাদির। শুক্রবার জুমার নামাজের পর তাকে টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল সাড়ে নয়টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে রাখা হয়। এরপর বেলা ১১টার দিকে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম শহীদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনসহ টাঙ্গাইলে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ নানা স্তরের লোকজন অংশ নেয়।

পরে সেখান থেকে কবির মরদেহ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জুমা পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।