সংঘর্ষে ৩ ভাইসহ ৫ জন এসিডদগ্ধ


প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

সিরাজগঞ্জের তামাই বাজারে দুই সুতা রং ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে ৩ ভাইসহ ৫ জন এসিডদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন, উপজেলার অসীম সরকার (৩৭), তামাই গ্রামের হেলাল প্রামানিক (৪৫), একই গ্রামের হাজী উমর আলীর ৩ ছেলে হজরত আলী (৩০), মাহবুব হোসেন (৩৫), গফুর আলী (৪৫)। পরে তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টায় তামাই বাজারের সুতা রং ব্যবসায়ী লতিফ ফকিরের সঙ্গে পাশের আরেক সুতা রং ব্যবসায়ী মাহবুব হোসেনের ব্যবসা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় উভয়ের লোকজন উপস্থিত হলে লতিফ ফকির ও তার লোকজন ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষের লোকজনের উপর দোকানে রাখা এসিড ছুড়ে মারেন। এতে ২ পথচারি এবং মাহবুব হোসেনসহ তার ২ ভাই এসিডদগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের হাত-পা, মুখ, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। দ্রুত এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা  হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।