সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০২:১২ পিএম, ০৯ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

টাঙ্গাইলের নাগরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

রোববার দুপুরে টাঙ্গাইল-আরিচা সড়কের উপেন্দ্র সরোবরের (দিঘী) সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (৩৮) উপজেলা সদরের নাগরপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বাহেজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশা উপজেলার ভাদ্রা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক বাবুল মিয়া ও অপর আরোহী মানিক মিয়া ছিটকে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেল কর্তব্যরক চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।