নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৫ এপ্রিল ২০১৫

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নে ডাকাত সন্দেহে বকুল হোসেন বাবুল (৪৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল একই ইউনিয়নের সোলেমানের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, নিহত বাবুল কুখ্যাত ডাকাত মনা দলের সদস্য। সে দীর্ঘ দিন ধরে এলাকার বাইরে ছিল। কয়েকদিন আগে সে গ্রামে ফিরে আসে। পাশ্ববর্তী চুনি পাটোয়ারির বাড়িতে সে এবং কয়েকজন সঙ্গী মিলে ডাকাতি করার প্রস্তুতি নিয়ে এলাকাবাসী টের পায়। পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও বাবুলকে ধরে গনপিটুনি দেয় এলাকাবাসী।

পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল উকিল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।