ব্রাহ্মণবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ০৩:১০ পিএম, ১০ এপ্রিল ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় তাছলিমা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসয়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তাছলিমা ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের বিরাসার পূর্বপাড়া মহল্লার হেফজু মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে বিরাসার পূর্বপাড়া মহল্লায় মাদক ব্যবসায়ী তাছলিমা আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুই কেজি গাঁজাসহ তাছলিমাকে আটক করা হয়।

পরে তাছলিমাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।

আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।