উদ্বোধনের অপেক্ষায় মির্জাপুরের মহেড়া পেপার মিল


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১৮ এপ্রিল ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পেপার মিল এখন উদ্বোধনের অপেক্ষায়। মিলটি শিগগিরই উৎপাদনে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্ট বহুরিয়া গ্রামে এ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের ব্যবসায়ী মো. তাহেরুল ইসলাম ও তার ভাই মো. মোশারফ হোসেন এই মিলটি প্রতিষ্ঠা করেছেন।

মিলের চেয়ারম্যান মো. তাহেরুল ইসলাম জানান, মিলটিতে উন্নত মানের রাইটিং পেপার, অফসেট পেপার ও প্রিন্টিং পেপার উৎপাদন হবে। মিলটি বর্তমানে পরীক্ষামূলক উৎপাদনে রয়েছে। পুরোপুরি উৎপাদনে যেতে খুব শিগগিরই মিলটি উদ্বোধন করা হবে বলে।

জানা গেছে, সোসাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় তিন একর জমির ওপর এই শিল্প প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন দুই ভাই। মিলটি নির্মাণে প্রায় ১২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। চীন ও কোরিয়া থেকে (কমপ্লিট পেপার মিলস) মেশিন ও জার্মান থেকে জেনারেটর এনে স্থাপন করা হয়েছে। এছাড়া কাগজ তৈরির জন্য ভিয়েতনাম থেকে কেমিকেল ও ইন্দোনেশিয়া থেকে ভার্জিন পাল্প আনা হয়েছে।

মিলের পরিচালক মো. মোশারফ হোসেন জানান, খুব শিগগিরই মিলটি উৎপাদনে যাচ্ছে। মিলে দুই শতাধিক লোকের কর্মসংস্থান হবে।

এস এম এরশাদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।