টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অব্যাহতি


প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৮ এপ্রিল ২০১৭

মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের নির্বাচিত কমান্ডার খন্দকার জহুরুল হক ওরফে ডিপটিকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জানানো হয়, মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ১৬ (ছ) (১) (২) এর নিদের্শনা এবং নীতিমালা ২০১২ অনুযায়ী খন্দকার জহুরুল হক ডিপটিকে জেলা কমান্ডার পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডেপুটি কমান্ডার (১) আব্দুল কুদ্দুছ মিয়াকে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী তিনি মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সকল কার্যক্রম পরিচালনা করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে জহুরুল হক ডিপটি জানান, আমি কোনো চিঠি পাইনি। তাই এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না।

অন্যদিকে ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুছ মিয়া জানান, এ বিষয়ে আমি একটি চিঠি পেয়েছি। দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।