মির্জাপুরে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৯ এপ্রিল ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া ইটভাটা চালানোর অভিযোগে তিনটি ভাটার মালিককে নয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার আদালতের বিচারক পরিবেশ অধিদফতরের নির্বাহী হাকিম মোসাদ্দেক মেহেদী ইমাম এ জরিমানা করেন। এ সময় একটি ইটভাটা পানি দিয়ে নষ্ট করে দেয়া হয় বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে অবস্থিত এফবিসি ২ ব্রিকস, আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের এমআরবি ব্রিকস ও কেএবি ব্রিকস নামক তিনটি ভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চলছিল। খবর পেয়ে ওই ভাটা তিনটির মালিক যথাক্রমে ফজলুল হক, মো. মজিবর রহমান ও খলিলুর রহমানকে তিন লাখ টাকা করে নয় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একই সময় এমআরবি ইটভাটায় মির্জাপুর ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে নষ্ট করে দেয়া হয়।

Mirzapur

টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম জরিমানা ও একটি ভাটা নষ্ট করে দেয়ার কথা নিশ্চিত করেছেন।

এরশাদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।