নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ১০:০২ এএম, ২০ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বাবুল মেম্বার হত্যা মামলার পলাতক আসামি কাজি সেলিমকে (৪৯) মাইজদি শহর থেকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।

গ্রেফতার কাজি সেলিম চরমটুয়া ইউনিয়নের মৃত হাজি রফিক উল্যার ছেলে। ২০১৫ সালে চরমটুয়া ইউনিয়নের বাবুল  মেম্বার হত্যা মামলার পলাতক আসামি তিনি।

বৃহস্পতিবার দুপুরে সুধারাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজের নেতৃত্বে তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।