টাঙ্গাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইলের ঘাটাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আসাদুল হক (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন । বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইল্যা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আসাদুল হক কাইল্যা গ্রামের অটোরিকশা চালক মুক্তার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার পাশাপাশি দুটি গ্রাম মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার কাইল্যা গ্রামের কয়েকজন যুবক মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে গেলে ওই এলাকার যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে অগ্রসর হয়।
খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের বাসিন্দারা তাদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই কাইল্যা গ্রামের আসাদুল হক (১৬) নিহত হয়। আহত হয় উভয় গ্রামের অন্তত ১০ জন। মুক্তার আলীর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েই কাইল্যা গ্রামের বাসিন্দারা মাইঝবাড়ি যাচ্ছিল।
এ বিষয়ে ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই ওই দুই গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি