নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ আটক ১
নোয়াখালীতে বিদেশী পিস্তলসহ আহসানুজ্জামান ফয়সাল (২৬) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪ টার সময় চৌমুহনীর আটিয়াবাড়ি পুলের নিকট থেকে টহল পুলিশ তাকে আটক করে। সে চৌমুহনী পৌর এলাকার লাতু হাজী বাড়ির আবুল কালামের ছেলে।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন জাগো নিউজকে জানান, ভোর সাড়ে ৪ টার সময় চৌমুহনী পৌর এলাকার আটিয়াবাড়ি পুলের নিকট কয়েকজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয় টহলরত পুলিশের। এসময় পুলিশের উপস্থিতিত টের পেয়ে অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পুলিশ আহসানুজ্জামান ফয়সালকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ইউএসের তৈরি পিস্তল পাওয়া যায়। তবে আগেই পিস্তলের গুলি ফেলে দেয়ার কারণে আশপাশে অনেক খোঁজাখুজি করে তা পাওয়া যায়নি।। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
এসএস/এমএস