ঝিনাইদহের জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার


প্রকাশিত: ১১:৩২ এএম, ২২ এপ্রিল ২০১৭

ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাউথ প’ শেষ হয়েছে। পৌনে পাঁচ ঘণ্টা অভিযান চলার পর শনিবার বেলা ২টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শেষ করে। ওই জঙ্গি আস্তানায় কোনো জঙ্গি পাওয়া না গেলেও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বেলা ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, জঙ্গি আস্তানা থেকে ২০টি কেমিক্যাল ভর্তি কন্টেইনার, ১০০টি লোহার বল, তিনটি সুইসাইডাল ভেস্ট, ৯টি সুইসাইডাল বেল্ট, বিপুল পরিমাণ ইলেকট্রিক সার্কিট, ১৫টি জিহাদি বই, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, একটি চাপাতি, বিপুল পরিমাণ বিস্ফোরক, ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনটি সুইসাইডাল ভেস্ট ও দুটি বোম নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে জঙ্গি আস্তানা সন্দেহে পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহর বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। পরে শনিবার সকাল সোয়া ৯টা থেকে অভিযান শুরু করে তারা।

প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।