কলারোয়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে শওকত হোসেন (৬২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রজাবক্স নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত হোসেন উপজেলার দক্ষিণ শ্রীগং গ্রামের মৃত. করিম হোসেনের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দৃষ্টি পরিবহনের একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই শওকত হোসেনের মৃত্যু হয়।
আকরামুল/এসআর/জেআইএম