ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম


প্রকাশিত: ১০:০০ এএম, ২৫ এপ্রিল ২০১৭

সাতক্ষীরায় তলুইগাছা এলাকায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছে লম্পট হাফিজুর রহমানও। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূর জোহরা খাতুন তলুইগাছা গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। লম্পট ইয়ারুল ইসলাম একই গ্রামের গোলাপ রহমানের ছেলে।

স্থানীয় মেম্বার আব্দুস সামদ জানান, জোহরা খাতুনকে প্রতিবেশী ইয়ারুল প্রায়ই কুপ্রস্তাব দিতেন। বিষয়টি জানাজানি হলে কয়েকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠক করা হয়েছে।

বউয়ের এমন ঘটনা স্বামী হাফিজুর রহমানকে জানায় তার স্বজনরা। শুরু হয় জোহরা খাতুনের সংসারে অশান্তি। এ নিয়ে জোহরা খাতুন সদর থানায় ইয়ারুলকে আসামি করে একটি এজাহার দাখিল করেন। এ ঘটনার জের ধরে ভোররাতে ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে ঢুকে দা দিয়ে কুপিয়ে জখম করে ইয়ারুল ইসলাম।

এসব কথা জানিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন জোহরা খাতুন বলেন, বিদেশে থাকা স্বামী হাফিজুর রহমানের কাছে কুৎসা রটিয়েছে। স্বামী আমাকে তালাক দেয়ার হুমকি দিয়েছে।

এদিকে, ইয়ারুল জানান জোহরা খাতুন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।