শ্যামনগরে অস্ত্রসহ দুই বনদস্যু আটক


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৬ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এলাকা থেকে দুটি শাটারগানসহ দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, খোলপেটুয়া গ্রামের রাজ্জাক মালীর ছেলে বনদস্যু বায়েজিদ হোসেন (৩৬), চকবারা গ্রামের মইরুদ্দীন সর্দারের ছেলে বনদস্যু মুকুল সরদার (৩৫)।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জাগো নিউজকে জানান, আটকদের আদালতে পাঠানো হয়েছে। গোপন সংবাদে তাদের আটক করা হয়।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।