সরকারি কাজে বাধা দেয়ায় যুবকের কারাদণ্ড
সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জে কবিরুল ইসলাম(২৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদাম গ্রামের আ. গফুরের ছেলে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ইসরাইল হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড প্রদান করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জাগো নিউজকে জানান, বুধবার রাত ১০টায় পুলিশ আসামি ধরার প্রস্তুতিকালে কবিরুল পরিকল্পিতভাবে বাধা প্রদান করেন। পরে পুলিশ তাকে আটক করে।
এমজেড/পিআর