কোম্পানীগঞ্জে ট্রাক্টর-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, সিএনজি অটোরিকশার চালক কবিরহাট উপজেলার ভূঞার হাটের মজিবুল হকের ছেলে নাছের (৪০), সদর উপজেলার সোনাপুরের মধ্যম করিমপুর গ্রামের বাবুলের স্ত্রী রোজিনা বেগম (৬০), কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামের সিরাজুল হকের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৮) ও রোজিনার নাতনি সুমনা (৯)। আহতরা হলেন, বাবুল (৬০), মৌসুমী (১৮) ও স্বপ্না রাণী (২০)।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি সাজেদুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সিএনজি অটোরিকশাযোগে নারী ও শিশুসহ একই পরিবারের ছয় সদস্য কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি কোম্পানীগঞ্জ উপজেলা করালিয়া নামক রেজিস্ট্রি অফিসের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মামুন ও সুমনা নিহত হন।
নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পথে অটোরিকশার চালক নাছের এবং হাসপাতালে আনার পর রোজির মৃত্যু হয়।
মিজানুর রহমান/এমএএস/পিআর/আরআই