ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০১ মে ২০১৫

ধান ক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে শাহিন মৃধা (১০) নামে এক স্কুলছাত্রের।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামে। শুক্রবার সকালে তার উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী জানান, শাহিন রঘুনন্দনপুর গ্রামের আঃ কুদ্দুস মৃধার ছেলে। সে ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খুঁজেও শাহিন মৃধার কোনো সন্ধান পায়নি তার পরিবার। শুক্রবার সকালে মজিদ কাজীর বাড়ির পাশে ধান ক্ষেতে শাহিনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিদ্যুতের ছেঁড়া তারে জড়ানো অবস্থায় শাহিনের লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।