পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় আসামি মামুন মণ্ডলকে (৪০) ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি দুদু মিয়া হত্যা মামলার প্রধান আসামি। উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের খোর্দ্দট্যাংরা গ্রামে শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটে।
তবে হামলার ঘটনায় পুলিশের কোন সদস্য আহত হননি। এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে কিশোরগাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পলাশ মণ্ডলকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে খোর্দ্দট্যাংরা গ্রামের দুদু মিয়া নামে একজনকে হত্যার ঘটনায় পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় এজাহার অনুযায়ী প্রধান আসামি একই গ্রামের মৃত জফের মণ্ডলের ছেলে মামুন মিয়া। গোপন খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামুনকে গ্রেফতার করে। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে মামুন মণ্ডলের পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে মামুনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, আসামি ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমজেড/আরআই