গরু ব্যবসায়ী নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০১ মে ২০১৫

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের ঘটনায় শনিবার সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জামাল জাগো নিউজকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত গরু ব্যবসায়ী বাংলাদেশি এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের পর আমরা নিশ্চিত হয়েছি। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৪৫)। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনবাড়ী গ্রামের মো. হবিবর রহমানের পুত্র। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। বিএসএফ শনিবার সকালে পতাকা বৈঠকের বিষয়ে সন্মত হয়েছে। আশা করছি শনিবার মরদেহ ফেরত পাওয়া যাবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের ৩২১নম্বর মেইন পিলারের সাব পিলার ১০/১১ সংলগ্ন এলাকায় মো. আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন। নিহতের মরদেহ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এখনও পর্যন্ত মরদেহ ফেরত দেয়নি তারা।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।