পাবনায় লিচু খেয়ে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:১০ এএম, ০৩ মে ২০১৭

পাবনার চাটমোহরে লিচু খেয়ে পাখি দাস (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাখি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের সাধন দাসের মেয়ে। সম্প্রতি সে মায়ের সঙ্গে চাটমোহরের গুনাইগাছা গ্রামে নানা সমির দে’র বাড়িতে বেড়াতে আসে।

সমির দে জানান, মঙ্গলবার দুপুরে পাখি বাড়ির পাশের লিচু বাগানে পড়ে থাকা কয়েকটি লিচু কুড়িয়ে খায়। এরপর বিকেল থেকেই সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার সকালে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক পাখিকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ডাক্তার বলেছেন বিষক্রিয়ায় পাখির মৃত্যু হয়েছে। আমরা ধারণা করছি লিচুতে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় পাখির মৃত্যু হয়েছে।’

গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।